নারায়ণগঞ্জ জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা প্রজন্মদল। মঙ্গলবার (০৪ মার্চ) শহরের দেওভোগ তাঁতীপাড়াস্থ আদর্শগ্রাম এলাকায় সেলিমের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। সিদ্ধিরগঞ্জ থানা প্রজন্মদলের আহ্বায়ক মনির প্রধান ও সদস্য সচিব আবুল হোসেন সানির নেতৃত্বে তাকে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে কেক কেটে সেলিমের জন্মবার্ষিকী পালন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, গনতান্ত্রিক যুবদল (এলডিপি)র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মো: বাহাউদ্দিন বাহার, জেলা প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন সানি, যুগ্ম আহ্বায়ক মো: জুলহাস, মো: রানা, মো: ফরহাদ, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আলিম খান, যুগ্ম আহ্বায়ক মো: সেলিম হোসেন খান ডেনি, সিদ্ধিরগঞ্জ থানা প্রজন্মদলের যুগ্ম আহ্বায়ক মো: সোহেল, শামীম আহমেদ, মীরাজ, মো: খোকন, কাশীপুর ইউনিয়ন প্রজন্মদলের আহ্বায়ক ফয়সাল রহমান, মো: শিপলু হোসেন, মো: সবুজ প্রমূখ।