বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নিতাইগঞ্জে দোয়া ও আলোচনা সভা

সিটি নিউজ / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে নিতাইগঞ্জ বলদেব জিউর আখড়া সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সদর থানা যুবদল নেতা সাব্বীর আলম শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক হাসান আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই স্ট্যান্ড শ্রমিকদের রুটি-রুজির স্থান। এখানে কোন প্রকার দূর্ণীতি চলবেনা। শ্রমিকদের কল্যানে সকল ধরনের কাজ করা হবে। দূর্ণীতিবাজদের স্থান এখানে হবেনা। সাধারণ সম্পাদক সাব্বীর আহমেদ শহীদ বলেন, আমরা কোন দূর্ণীতিবাজকে প্রশ্রয় দিবোনা। শ্রমিকদের কল্যানে গড়ে তোলা এই সংগঠন শ্রমিকদের কল্যানেই কাজ করবে। শ্রমিকদের যত ধরনের সমস্যা রয়েছে তা খুব দ্রুতই সমাধানে কাজ করা হবে।

বক্তব্য শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে থানা যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতী ও জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রায়হানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান লিটন, সদস্য আব্দুল মালেক সরদার, হাফিজ উদ্দিন টিটু, রফিক, মাহাবুব রহমান, হারুন, আওলাদ খন্দকার, জাকির আহমেদ, মোস্তান প্রধান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, মাহাবুব।

এছাড়াও উপস্থিত ছিলেন, জিয়া পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ টিটু, আকাশ আহমেদ পায়েল, মোখলেছ, আনোয়ার, হান্নান, জুম্মান, কাজী আরমান, সুমন, খান সুমন, রবিন খান, রকি, মোল্লা রবিন, মোল্লা বাপ্পী, ফয়সাল, শিপলু, আকরাম, শ্যামল প্রমুখ। কল্যানেই কাজ করবে। শ্রমিকদের যত ধরনের সমস্যা রয়েছে তা খুব দ্রুতই সমাধানে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই