নারায়ণগঞ্জ জেলা বিএনপির মহাসমাবেশে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন মহানগর কৃষক দলের সহ সভাপতি মির্জা সেলিম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে শহরের মেট্রোহল সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস।
এদিকে এ সমাবেশকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে মহানগর কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মির্জা সেলিম। এদিন সকাল থেকে মির্জা সেলিমের মিছিলে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন পাড়া মহল্লা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের নারায়ণগঞ্জ কলেজের সামনে এসে জড়ো হয়। পরে সেখান থেকে মির্জা সেলিমের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। মিছিলে নেতাকর্মীদের বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। পরে মিছিলটি সভামঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দল নেতা মো: আনোয়ার, তপন কুমার দে, মহানগর হর্কাস দলের সাংগঠনিক সম্পাদক শওকত, লিটন প্রমূখ।