বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জাকির খান মুক্তি পরিষদে কোন অপরাধীদের ঠাঁই নাই: সেলিম

সিটি নিউজ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

‘জাকির খান মুক্তি পরিষদের নামে যদি কোন চাঁদাবাজী করা হয় বরদাস্ত করা হবে না। যদি সে আমার আপন ভাইও হয়, তাহলেও তাকে ছাড় দেয়া হবে না।’ বলে মন্তব্য করেছেন সংগঠনটির আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম। তিনি হুঁশিয়ার করে বলেছেন, আমরা জানতে পেরেছি কিছু কুচক্রিমহল জাকির খান মুক্তি পরিষদের নাম বিক্রি করে বিভিন্ন অপকর্ম করছেন। সাবধান হয়ে যান। আমরা যদি আপনাদের নাম পরিচয় জানতে পারি, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাই নাম পরিচয় জানার আগেই আপনারা এ অপকর্ম বন্ধ করুন।

বুধবার (২১ নভেম্বর) দুপুরে আদালতপাড়ায় সাংবাদিকদের দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নেতা খান সাহেব কড়াকড়ি নির্দেশ দিয়েছেন যদি কেই তার নাম ব্যবহার করে চাঁদাবাজী ও দখলবাজীসহ কোন অপকর্ম করে তাহলে তাকে এ সংগঠন থেকে বের করে দিতে। তিনি এসব কর্মকান্ড একদমই পছন্দ করেন না। বর্তমানে কিছু ব্যক্তি বিশেষের এমন কর্মকান্ডে তিনি অনেকটা বিব্রত। তিনি আমাকে বলেছেন, সবাইকে সাবধান করে দিতে। তাই আমি তার পক্ষ থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি, এখনও সময় আছে ভালো হয়ে যান। যদি কোন অপকর্মে বা ষড়যন্ত্রে লিপ্ত হন, পাড় পাবেন না।

আমার সংগঠনে কোন অপরাধীদের ঠাঁই নাই উল্লেখ করে তিনি আরও বলেন, চাঁদাবাজী, ভূমিদস্যুতা, দখলবাজী ও মাদক ব্যবসা করছে একটি মহল। তারা এসব অপকর্ম করে নাম দিচ্ছে জাকির খান মুক্তি পরিষদের। ফলে প্রচার হচ্ছে জাকির খান মুক্তি পরিষদের নেতাকর্মীরা এসব করছে। আমি স্পষ্টভাষায় বলে দিতে চাই, যতই ষড়যন্ত্র করেন আমার সংগঠনে কোন অপরাধীদের ঠাঁই নাই, ঠাঁই হবেও না। আমি এ বিষয়ে আমার সংগঠনের সকল নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই