বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোয়িশন নির্বাচনে আলহাজ¦ বদিউজ্জামান বদু প্যানেলকে সমর্থন জানিয়ে তার পক্ষে মাঠে নেমেছেন ভোটাররা। রোববার ( ২৬ জানুয়ারী) সকালে শহরের নয়ামাটি এলাকার বেশিরভাগ হোসিয়ারী মালিকরা বদু প্যানেলের পক্ষে ভোট চেয়ে প্রচারণায় নামেন।
এসময় তারা ‘বদু প্যানেল এগিয়ে চলো, আমরা আছি তোমাদের সাথে’ স্লোগান দেন। এসময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নয়ামাটি এলাকায়। মার্কেট থেকে এক এক করে বেড়িয়ে আসতে শুরু করেন হোসিয়ারী মালিক ও শ্রমিকরাও। এরপর তারা পুরো নয়ামাটি এলাকায় ব্যাপক প্রচারণা চালান।
এ সময় উপস্থিত ছিলেন, নয়ামাটি এলাকার জয় প্রডাক্টস হোসিয়ারীর মালিক কার্ত্তিক, মুন হোসিয়ারীর মালিক নবীন, পথের সেতু হোসিয়ারীর মালিক ধেনু সরকার, মায়ের দোয়ার মনির হোসেন, আর এস এ’র দুলাল, মুন্নী হোসিয়ারীর সাদেকুর রহমান, মদিনা ট্রেডার্সের মো: জাহাঙ্গীর আলম, স্বপ্ন সিঁড়ির বাহার, শোভা হোসিয়ারী রিপন পোদ্দার, মো: ফারুক, রাব্বানী, মিরাজ মুন্সি, মোতালেব, সুভাষ বাবু প্রমূখ।