শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ডিলারদের প্রতি কঠোর নির্দেশনা জেলা প্রশাসকের, তেল নিয়ে অনিয়ম করলেই সর্বোচ্চ ব্যবস্থা

সিটি নিউজ / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

ভোজ্য তেল কোম্পানি ও ব্যবসায়ীদের সাথে বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিগণ বর্তমান সময়ে দেশে কি পরিমান তেল মজুদ রয়েছে এবং আগামী কয়েকদিনে কতটুকু পরিমান তেল আসবে সে বিষয়ে কথা বলেন। নারায়ণগঞ্জে কতজন ডিলার রয়েছে, তাদের চাহিদা কতটুকু, কেউ স্টক করে রেখেছে কিনা সে বিষয়েও আলোচনা করা হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা চাই সারাবিশ্বে মানুষ যেভাবে উৎসব পালন করে আমাদের দেশের মানুষও সেভাবে উৎসব পালন করবে। বর্তমান সময়ে দেশের প্রেক্ষাপট অনেকটা ভিন্ন, দেশের অনেক পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তন আমাদের নিজেদের মধ্য থেকে হতে হবে। ২৪ এর আন্দোলনের পর যদি আমাদের মূল্যবোধ জাগ্রত না হয় তাহলে এটা খুব দুঃখজনক হবে। আপনারা এই সমাজ ও দেশের নাগরিক, শুধুমাত্র মুনাফা নয় সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। এই যে তেল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অস্থিরতা এটা কোনভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, আজকের এ সভা থেকে আমরা এটাই বুঝলাম যথেষ্ট পরিমান পণ্যের মজুদ রয়েছে এবং আপনারা প্রয়োজন অনুযায়ী সরবরাহ করছেন। নারায়ণগঞ্জের তেলের ডিলারদের তালিকা দিবেন, আমরা জানতে চাই নারায়ণগঞ্জের কোন কোন ডিলার তেল এনেছে এবং কোথায় সরবরাহ করেছে। যদি কোন ডিলার নারায়ণগঞ্জের জন্য তেল এনে অন্য কোথাও বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপ নেওয়া হবে। আপনারা নারায়ণগঞ্জের অন্তত দুটি স্থানে খোলাবাজারে তেল বিক্রি করার উদ্যোগ গ্রহন করুন। যেহেতু এখানে শ্রমিকদের সংখ্যা বেশী তাই তাদের কথা চিন্তা করে ওমএস সহ সকল ধরনের কার্যক্রম পরিচালনা করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই