বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

কোন বিদেশী প্রভূর কাছে মাথানত করবো না

মিলন বিশ্বাস হৃদয় / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শনিবার (৩০ নভেম্বর) বিকালে শহরের মিশনপাড়া এলাকা থেকে এ র‌্যালিটি বের করা হয়।

এদিকে এ র‌্যালিকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে মহানগর বিএনপি। এদিন দুপুর থেকেই মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিয়ন, ওয়াড ও ইউনিটি থেকে হাজার হাজার নেতকর্মী ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে মিশনপাড়া এলাকায় জড়ো হয়। সকল নেতাকর্মীরা উপস্থিত হওয়ার পর সেখান থেকে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। মিছিলে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা রঙ বেরঙয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে ‘দিয়েছিতো রক্ত আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ এমন শ্লোগান দিতে থাকেন। এসময় হাজার হাজার নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জ নগরভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আজকের এ র‌্যালিতে যারা উপস্থিত হতে পেরেছেন তারা দলের সাচ্চা নেতাকর্মী। আজকের এ ৭ই নভেম্বর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আমরা বিএনপির সমস্ত নেতাকর্মীরা নারায়ণগঞ্জে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন হিসেবে বিএনপিকে গড়ে তুলতে চাই। যারা ভেজাল সৃষ্টি করবেন, তারা দলের শত্রু, দেশের শত্রু।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সবাই ভাই ভাই। বাংলাদেশে কোন বিভ্রান্তি, বিভক্তি সৃষ্টি করার কোন সুযোগ নাই। ধর্মে ধর্মে বিভক্তি, মানুষে মানুষে বিভক্তিতে আমরা বিশ্বাস করি না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এ নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে বসবাস করবো। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা কোন বিদেশী প্রভূর কাছে মাথানত করবো না। কোন কোন সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত হানতে চায়। তারা আমাদের ধর্মে বর্ণে বিভক্তি সৃষ্টি করে ফয়দা লুটতে চায়। তাই আগামী দিনে বাংলাদেশে আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকবো।

 

আরও পড়ুন>>> শহরে সদর থানা বিএনপির শোডাউন

 

সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের পতন ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশে রাজনীতি শুরু করার সুযোগ করে দিয়েছিলেন। আর তারই সুযোগ্য সন্তান তারেক রহমান সকল ফ্যাসিবাস আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের নিয়ে নেতৃত্ব দিয়েছেন। আজকের এদিনটি থেকে শপফ নিতে হবে, যতদিন দেশ থেকে হাসিনার দোসররা পুরোপুরি শেষ না হয়ে যাবে, যতদিন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌতত্ব রক্ষা করতে না পারবো, ততদিন আমরা তারেক রহমানের নেতৃত্বে মাঠে থাকবো, কেউ রাজপথ থেকে যাবো না, যাবো না। বাংলাদেশে প্রতিটি ইঞ্চি মাটি, এদেশের স্বাধীনতা সার্বভৌতত্ব রক্ষা করতে শহীদ জিয়ার সৈনিকরা, খালেদা জিয়ার সৈনিকরা, তারেক রহমানের সৈনিকরা প্রস্তুত আছে।

তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে গভীর ষড়যন্ত্র চলছে। জিয়া পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেবো।

 

আরও পড়ুন>>> শহরে মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি

 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই