বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে কাশিপুর ইউনিয়ন মৎস্যজীবী দল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে ফতুল্লা থানাধীন ভোলাইল গেউদ্দার বাজার এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের সভাপতি জিকু খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন বিধায় আমরা স্বাধীনতা অনুভব করতে পারছি। উনি যেন এ জাতির জন্য আরও কিছু করে যেতে পারে এ জন্য আমরা আল্লাহ্’র কাছে চোয়া চাই। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করুক।
কাশিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি বাবুল হোসেন বাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে সাবেক ছাত্রনেতা নূরে আলম হানিফ, বিশেষ বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম, সদর থানা জাসাসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম গালিব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইন মানবধিকার সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল মল্লিক শিপলু, সদর থানা জাসাসের যুগ্ম সম্পাদক সনেট আহমেদ, সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিংরাজ খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ফাহিম, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ পলাশ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, হৃদয় প্রধান, জুম্মান আহমেদ, রকি খন্দকার, বাবু মোল্লা, মুসলিম, আল আমিন প্রমুখ।