বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ফতুল্লায় বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

সিটি নিউজ / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে নারীসহ একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া। এছাড়াও আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
রোববার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,ওই ফ্ল্যাটে বসবাসরত দগ্ধ সুলতান মিয়া কয়েকদিন আগে পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে যান।
শনিবার রাতে গ্রাম থেকে বাসায় ফিরেন।
এরপর রান্না ঘরে চুলা জ্বালাতে লাইটার জ্বালাতেই আগুনের বিস্ফোরণ হয়। এতে ওই চারজন দগ্ধ হন।
বিষ্ফোরণের শব্দ ও দগ্ধদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে পাঠালে সেখানে তাদের ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা
যাওযার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, আমরা ধারণা করছি গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই