নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুম’আ বন্দর ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর বড় মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমেদ রাজনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় রাজু আহমেদ রাজন বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা নারায়ণগঞ্জের তারুণ্যের আইকন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান খুবই অসুস্থ। বর্তমানে তিনি একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। এবং সেই সাথে আমার নেতার জন্য আপনাদের সবার কাছে দোয়া ভিক্ষা চাইছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ওয়াসিম সরদার, ইদ্রিস মোল্লা, কাইয়ূম ইসলাম বাবু, জালাল উদ্দিন কালু, ফয়সাল খান, আয়নাল খান, আফসার, শাহীদ মৃর্ধা, ভূইয়া শাহীন, বিল্লাল, সুমন, রবিউল প্রমূখ।