সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

চেয়ারম্যান ফাইজুলের শপথ গ্রহণ

সিটি নিউজ / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ফতুল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফাইজুল ইসলামের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদুল হক তাকে এ শপথ বাক্য পাঠ করান। ফাইজুল ইসলাম ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব-আল-রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হামিদুর রহমান, উপ-পরিচালক (স্থানীয় সরকার ) মৌরিন করিম, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা, আইসিটি শাখা, জেলা ই-সেবা কেন্দ্র ) ইলোরা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মোহাম্মদ খান, রফিক বেন্ডার ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম সেলিম, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের সকল মেম্বার।

 

আরও পড়ুন: ফতুল্লা ইউপি নির্বাচন: ফাইজুলকে শামীম ওসমানের সমর্থন

 

প্রসঙ্গত, গত ৯ মার্চ ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে অটোরিকশা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে জয় লাভ করে ফাইজুল ইসলাম।
এর আগে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই