বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শহরে সদর থানা বিএনপির শোডাউন

সিটি নিউজ / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল শোডাউন করেছে সদর থানা বিএনপি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ এবং শহরে বর্ণাঢ্য র‌্যালি করেছে সদর থানা বিএনপির নেতৃবৃন্দরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট সাখাওয়াত তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ একসময় গডফাদারের নারায়ণগঞ্জ ছিলো, সন্ত্রাসের নারায়ণগঞ্জ ছিলো। সেখান থেকে উদ্ধার করে আমরা নারায়ণগঞ্জকে সুখী সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলবো। আমরা সকলে মিলে মিশে নারায়ণগঞ্জে একসাথে সহাবস্থান করবো।

বক্তব্য রাখছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট টিপু বলেন, গত ষোলটি বছর ওই অপশক্তি গডফাদার যত সন্ত্রাসীরা ছিলো, যত খুনিরা ছিলো আজ তাদের কাছ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, নারায়ণগঞ্জ মুক্ত হয়েছে। আমরা আজ নির্ভয়ে চলাফেরা করতে পারি, বাড়ীতে ঘুমাতে পারি। আপনাদের প্রতি আহ্বান জানাই, অতীতে যেভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে মাঠে ছিলেন, এবার রাষ্ট্রীয় অবকাঠামো গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একইভাবে মাঠে থাকবেন।

বক্তব্য রাখছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু

তিনি আরও বলেন, বিগতে দিনে যারা আওয়ামী লীগের দালাল ছিলো, যারা জাতীয় পার্টির দালাল ছিলো আর যারা গডফাদারদের দালাল ছিলো তাদের কাছ থেকে বিএনপিকে মুক্ত করতে হবে। আগামীতে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে দালালমুক্ত করে একটি সুন্দর ও সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ উপহার দিতে চাই। বাংলাদেশের বিশকোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আগামীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
বক্তব্য শেষে শহরে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সদর থানাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করে। র‌্যালিটিতে মটর সাইকেল ও সাউন্ডসিস্টেম ছাড়াও বিভিন্ন রং বেরঙ্গের ফ্যাস্টুন ও বাদ্যযন্ত্র নজরকাড়ে নগরবাসী। এছাড়া মিছিলে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা শহর। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরভবনের সামনে গিয়ে শেষ হয়।

সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদুর রানার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, নাজমুল হক, মাকিত মোস্তাকিম শিপলু, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মো. লিটন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম জুলহাস সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ, সাংগঠনিক সম্পাদক শিপলী সাদিক শিপলু, ১৩ং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত, সিনিয়র সভাপতি হারুন শেখ, সাধারণ সম্পাদক হিরা সরদার, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানা, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল রহমান, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার, সাধারণ আল আরিফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই