রমজানে দ্রব্যমূল নিয়ন্ত্রণে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। রোববার (০২ মার্চ) সকালে শহরের দিগুবাবুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রশাসন। জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোনাব্বর হোসেনে নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এদিন দিগুবাবুর বাজারসহ ১নং রেলগেটস্থ ফলপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সয়াবিন তেল, ইফতার সামগ্রী, কাচাবাজার মনিটরিং করা হয়। এসময় ভোজ্যতেল মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে বোতলজাত সয়াবিন তেল দোকানে সংরক্ষণ করায় প্রায় ৬০টি ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৮৫২ টাকা দরে (নির্ধারিত মূল্য) উপস্থিত ক্রেতাদের নিকট লাইন ধরে বিক্রয় করা হয়। এছাড়া ২ লিটার বোতলজাত সয়াবিন তেলও সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয়।
এদিকে নির্ধারিত মূল্যের অধিক দামে সয়াবিন তেল বিক্রি করায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে মোট ৬ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।