পবিত্র ঈদ- উল- আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ মহানগরের শীতলক্ষ্যা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে মহানগরের বিভিন্ন এলাকার সমাজের পিছিয়ে পড়া অসহায় দুঃস্থ ১৫০ জন মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ ১২ জুন (বুধবার) রাত ৭ টায় অনুষ্ঠিত হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ,সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সহ সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা,জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাস,সাধারণ সম্পাদক রিপন কর্মকার ।
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন।
প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল বলেন,আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় নারায়ণগঞ্জের কিছু অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আযাহাতে নগদ অর্থ বিতরণ করছি। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণের জন্য জেলার সকল নেতৃবৃন্দদেরকে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিকাশ সাহা, সহ সাধারণ সম্পাদক অজয় সূত্রধর, যুব সম্পাদক রোটারিয়ান সুব্রত কুমার সাহা, ১৪ নং ওয়ার্ড ঐক্য পরিষদের সভাপতি পংকজ রায়, মহানগরের নেতা কৃষ্ণপদ মজুমদার,অজয় বিশ্বাস রিপন,সত্যরঞ্জন দেবনাথ,১০ নং ওয়ার্ড ঐক্য পরিষদের সভাপতি নিমাই চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ রায়,বন্দর যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষসহ নেতৃবৃন্দ।