বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। দেশের জন্য, জনগণের জন্য কাজ করেছেন সবসময়। তার মৃত্যুতে শুধু বিএনপিরই নয়, আমি মনে করি দেশেরও এক অপূরনীয় ক্ষতি হয়েছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।