বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ধানের শীষে ভোট দিতে মানুষ আগ্রহী: বাপ্পী সিকদার

সিটি নিউজ / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

‘ধানের শীষে ভোট দিতে মানুষ আগ্রহী’ উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা ও সাবেক ছাত্রনেতা বাপ্পী সিকদার বলেছেন, আজ আমরা নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে গণসংযোগ করেছি। আমাদের এ গণসংযোগে মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আসলে আমরা দেখেছি, ধানের শীষে ভোট দিতে মানুষ আগ্রহী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরীর ১৬নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বাপ্পী বলেন, দীর্ঘ ১৭টি বছর এ বাংলাদেশের মানুষ এ কাঙ্খিত ভোটে অপেক্ষা ছিলো। এতদিন তারা ভোট প্রয়োগ করতে পারেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ ভোটের জন্য যুদ্ধ করতে করতে এ পৃথিবী থেকে পর্যন্ত চলে গেলেন আপসহীনভাবে। তিনি কিন্তু এ ভোটের জন্যই আপস করেন নি। আর সেই বাংলাদেশের মানুষ ১২ তারিখে দেখিয়ে দিবে এ ধানের শীষের জয়যুক্তের মাধ্যমে। নারায়ণগঞ্জের ৫টি আসন সহ সারাদেশের ৩শ’টি আসনে জাতীয়তাবাদীর দলের যে প্রতীক ধানের শীষ এবং জোট প্রার্থী যারা আছেন, তাদের সবাইকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিবেন।

তিনি আরও বলেন, আমরা ২০০৮ সালেও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদের নেতৃত্বে ধানের শীষের পক্ষে লড়াই করেছি এবং এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার নেতৃত্বে ১৬নং ওয়ার্ডের ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো, ইনশাআল্লাহ্।

দলটির চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্য তুলে ধরে তিনি বলেন, আমাদের তারেক রহমান কিন্তু বলেছেন ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে এবং যার যার ভোট দায়িত্ব নিয়ে বুঝে নিয়ে আসতে। এ ভোট গণনার মধ্যে যাতে কোন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য বাংলাদেশের জনগণকে সোচ্চার থাকতে হবে এবং আমরা জাতীয়তাবাদী যুবদল অবশ্যই সোচ্চার আছি এবং থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই