নারায়ণগঞ্জ সদর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো: খোকন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের দিকনির্দেশনা। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চানমারী এলাকায় এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
খোকন আরও বলেন, বিএনপি জনগণের দল। দলের মূল শক্তি হলো তৃণমূলের কর্মীরা। তাদের ত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ সদর থানা শ্রমিকদলের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।