শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে: খোকন

সিটি নিউজ / ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ সদর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো: খোকন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের দিকনির্দেশনা। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চানমারী এলাকায় এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

খোকন আরও বলেন, বিএনপি জনগণের দল। দলের মূল শক্তি হলো তৃণমূলের কর্মীরা। তাদের ত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে।

আলোচনা সভায় নারায়ণগঞ্জ সদর থানা শ্রমিকদলের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই