নগরীতে বিশাল মিছিল করেছে ১৩নং ওয়ার্ড বিএনপি। শনিবার (০১ নভেম্বর) বিকালে নগরীর আমলাপাড়া এলাকা থেকে ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
পরে মিছিলটি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়াস্থ জিয়া হলের সামনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির লিফলেট বিরতণী অনুষ্ঠানে যোগদান করে।
এর আগে মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে হীরা বলেন, লড়াই সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, সেই ত্যাগের বিনিময়ে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে, ইনশাল্লাহ। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জননেতা তারেক রহমানের ৩১ দফা আমরা এদেশে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।
মিছিলে ১২নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।