নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত না করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৃহৎ কাশিপুরবাসী।
সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় এলাকাবাসী বলেন, কাশিপুর এলাকার অধিকাংশ মানুষ স্থায়ী বাসিন্দা, যাদের জীবিকা কৃষি নির্ভর। এখানে এক লাখ মানুষের বসবাস। তাদের সন্তানের শিক্ষা ব্যবস্থা একপ্রকার ভালো চলছে। বিভিন্ন দিক বিবেচনা করে এই ইউনিয়নকে সিটির আওতায় আনার কোন যৌক্তিকতা নেই। তাই কাশিপুরবাসী সিটি কর্পোরেশন হওয়ার বিষয়ে অনিচ্ছুক প্রকাশ করছেন। এলাকাবাসী ইউনিয়ন হিসেবে থাকার বিষয়ে মত প্রকাশ করছেন।
স্মারকলিপি প্রদান ও মানববন্ধনে কাশিপুর ইউনিয়ন রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক শফিউদ্দিন খোকন সরদার, সদস্য সচিব মোহাম্মদ আরাফাত রহমান জিতু, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম টিটু, সালাউদ্দিন আহমেদ, সৈকত হোসেন ইকবাল, মোহাম্মদ আমান সহ কাশিপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণ।