বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ৭২ এর বাকশালের সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল সেভাবে ২৪ এর গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করার চেষ্টা চলছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ডিআইটি চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব মন্তব্য করেন। রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ দেশের সকল হত্যাকাণ্ডের বিচার ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বিশাল গণসমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের আমীর মাওলানা মামুনুল হক এবং প্রধান আলোচক ছিলেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।
মামুনুল হক হুঁশিয়ার দিয়ে আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানকে বাইপাস করে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে রাজপথে যুদ্ধ হবে। আমাদের প্রধান এজেন্ডা হলো ৭২ এর সংবিধানের আদর্শে আগামীর বাংলাদেশ পরিচালিত হতে পারবে না, আগামীর বাংলাদেশ ২৪ এর অভ্যুত্থানের আদর্শের।