কাশিপুর, নারায়ণগঞ্জ: সারা দেশের মতো নারায়ণগঞ্জের ফতুল্লাতেও ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ফতুল্লার কাশিপুর নাগরিক ঐক্য কমিটি এক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালীর উদ্যোগে কাশিপুর এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি ঢালী বাড়ি, মহিলা বাজার, খিল মার্কেট এবং ঝোলা পাড়া এলাকার বিভিন্ন নালা ও আবর্জনায় ব্লিচিং পাউডার ছিটানো হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহাম্মেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে বিস্তারিত তথ্য ও পরামর্শ দেন।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু বলেন, “আমাদের এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এডিস মশার বিস্তার রোধ করতে প্রতিটি বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অপরিহার্য। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোহেল, যুবদল নেতা মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ শিবলু, মোহাম্মদ আল-আমিন এবং মোঃ রাজিব। এই উদ্যোগ ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।