নগরীতে বিশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর খানপুর হাসপাতালের সামনে থেকে এ মিছিলটি বের করা হয়। মিছিলে সংগঠটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।
এদিকে মিছিলকে কেন্দ্র করে বিকাল ৩টা থেকেই বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা খানপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকে। নেতাকর্মী ও সমর্থকদের একের পর এক মিছিলে মহুর্তের মধ্যেই সেই এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠে। পরে সেখান থেকে মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃতে বের করা হয় একটি বিশাল মিছিল।
মিছিলটি খানপুর এলাকা থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। এর আগে মিছিলে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। এছাড়া মিছিলে থাকা রং বেরংয়ের ব্যানার, ফ্যাস্টুন, প্লাকার্ড, শত শত দলীয় পতাকা মিছিলটিকে করে তোলে আরও বর্ণিল।
মিছিল শেষে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আজ দেশ এক গভীর সংকটে নিমজ্জিত হয়েছে। মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় আছে। এ নির্বাচনকে বানচাল করার জন্যে কিছু কিছু দল এবং দেশি বিদেশী চক্রান্ত চলছে। এ চক্রান্তকে প্রতিহত করে জনগণের আকাঙ্খার সেই নির্বাচন জমিয়ত প্রতিফলন করবে ইনশাআল্লাহ্।
তিনি বলেন, আমি ঘোষণা দিচ্ছি আগামী জাতীয় নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করবো। আর যদি জোট অন্যকাউকে মনোনয়ন দেন, তাহলে তার পক্ষেও আমি সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করবো।
তিনি নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্যে করে আরও বলেন, আইনশৃঙ্খলারক্ষাকারি বাহিনী ব্যবসা বাণিজ্য ভালো নয়। নারায়ণগঞ্জের মানুষ হাহাকারে আছে। আমরা যেকোন পরিবেশ পরিস্থিতিতে সামনের কাতারে থেকে নারায়ণগঞ্জের জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ্। আমি বিশ^াস করি, প্রশাসনও আমাদের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা তাজুল ইসলাম আমিনী, মাওলানা আব্বাস, মাওলানা ওসমান গনি, জমিয়ত নেতা নজরুল ইসলাম, আনিসুর রহমান সানি ও মোহাম্মদ বাবুলসহ আরও অনেকে।