নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাটে প্রতিমা বিসর্জন স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ প্রতিমা বিসর্জন স্থান পরিদর্শন করেন তিনি।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জন পর্ব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ পরিদর্শন করা হয় বলে জানা যায়। এ সময় তিনি বিসর্জন ঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সংস্কার কাজ খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও মহানগর সনাতন ধর্মের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।