ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ্ বলেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে এমপি প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি বলতে চাই, নারায়ণগঞ্জ-৫ আসন নারায়ণগঞ্জের সদর-বন্দর আসন। সদর-বন্দরবাসী দীর্ঘ ৫৪ বছর অনেক শোসন, জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন। আপনাদের দাবি দাওয়া নিয়ে, আপনাদের অধিকার নিয়ে যখন নির্বাচন আসে তখন অনেক সুন্দর সুন্দর কথা বলে। যখন আপনাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায় তখন আপনাদের টুটি চেপে ধরে। তখন আঙ্গুল ফোলে কলাগাছ হয়ে যায়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও প্রধান বক্তা হিসেবে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী উপস্থিত ছিলেন।
সমাবেশে মুফতি মাসুম বিল্লাহ্ আরও বলেন, আমরা ওয়াদ করছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা কোন এক দুই তিন ধরে আমরা ওয়াদা দিবো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সার্বজনিন সংগঠন। আমরা যদি আমাদের সমর্থন ম্যান্ডেট নিয়ে এমপি হতে পারি, তাহলে আমরা আপনাদের দুয়ারে দুয়ারে যাবো। আমাদের কাছে আপনাদের আসতে হবে না। আমরা আপনাদের পাহারাদার হয়ে যাবো। আমরা আপনাদের খাদেম হয়ে যাবো। আমরা আপনাদের ঘরে ঘরে গিয়ে রাত্র বুঝিনা, সকাল বুঝিনা, দিন বুঝিনা সর্বসময় আমরা আপনাদের সুখে দুঃখে পাশে দাঁড়াবো, আমরা এ ওয়াদাবদ্ধ হচ্ছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ্র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ হারুনুর রশীদ, মুফতি হাবিবুল্লাহ্ হাবিব, মুফতি সিরাজুল আলমাদানি প্রমূখ।