নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএইচ আনোয়ার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দরা। রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা আইনজীবী সমিতির ভবনে মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লার নেতৃত্বে এ সাক্ষাৎ করেন তারা।
এসময় অ্যাডভোকেট হুমায়ূন কবির তাদের উদ্দেশ্যে বলেন, আমরাও চাই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক। তাহলে আমাদের পরিবার ছেলে-মেয়ে সবাই ভালোভাবে চলাফেরা করবে। আর মানুষ খুব সৎভাবে চলবে। দেশকে আপনারা ইসলামী আদর্শে, আমাদের নবীজির আদর্শে পরিচালিত করতে চান। আমরাও নবীজির উন্মদ। আমরাও চাই নবীজির আদর্শে দেশ চলুক। সুতরাং আমরাও আপনাদেরকে সহযোগীতা করবো আর আপনারাও আমাদের সহযোগীতা করবেন।
এ বিষয়ে মুফতি মাসুম বিল্লাহ্ বলেন, নির্বাচনের আগে তারা ছিলো এক পক্ষের। এখন নির্বাচন হয়ে গেছে, এখন তারা সবার। ওই হিসেবে আমরা এখানে আসছি। আমরা অনেক সময় হামলা মামলার শিকার হই। সেই সময় তারা যেন আমাদের পাশে থাকে সেজন্য আমরা তাদেরকে শুভেচ্ছা জানালাম। এছাড়া ১২ সেপ্টেম্বর আমাদের যে সমাবেশ ওই সমাবেশের দাওয়াত দিতেও আমরা আজ এখানে এসেছি।
এর আগে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইসলাম আন্দোলনের নেতৃবৃন্দরা। এসময় মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।