হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তার এ অসুস্থতার খবরে প্রায় প্রতি দিনই তাকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন তার রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে তাকে দেখতে হাসপাতালে যান জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এসময় তিনি মহিলা দলনেত্রীর শারীরিক খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন, দলের যে কোন নেতাকর্মীর যে কোন সমস্যায় আমাকে জানাবেন, আমি তাদের পাশে থাকতে চাই। কোন লাভ বা ক্ষতির হিসেবে নয়, একজন সহযোদ্ধা হিসেবে আমি আপনাদের সুখ দু:খ ভাগ করে নিতে চাই। দয়াকরে কোন সংকোচ করবেন না, আমাকে ভাই-বন্ধু মনে করে পাশে রাখবেন। আমি শুধু আপনাদের সকলের ভালোবাসা চাই।
এসময় মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি অসুস্থতার মাঝেও দলীয় স্লোগান দিয়ে উঠেন। অসুস্থ অবস্থায় তাকে স্লোগান দিতে দেখে তার পাশাপাশি স্লোগান দিয়ে উঠেন মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ উপস্থিত আরও অনেক নেতাকর্মী। এসময় স্লোগানে স্লোগানে অনেকটাই মুখরিত হয়ে উঠে হাসপাতাল।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, মহানগর বিএনপি নেতা আমিনুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, দপ্তর সম্পাদক লিমন ভূঁইয়া প্রমূখ।