সরকারি মাধ্যমিক শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেড করার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে গভ:গাল্স ও আইটি স্কুলের শিক্ষকরা।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গভ: গাল্স ও আইটি সরকারি মাধ্যমিক শিক্ষকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গভ:গাল্স স্কুলের শিক্ষক ভূইয়া স্যারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক শওকত,সাখাওয়াত, আজমীরি, মাজেদা,রেজাউল, রমজান আলী,শামীমসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা অধিদফতরকে স্বতন্ত্র করতে হবে। চার স্তর বিশিষ্ট একাডেমিক পদসোপান তৈরি করে শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে।পদোন্নতি দ্রুত কার্যকর করতে হবে। মেয়াদোত্তীর্ণ প্রকল্প বাতিল ও শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দিতে হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত বৈষম্য দূর করে শিক্ষকদের প্রবেশপদ নবম গ্রেড করা হলে শিক্ষকদের মধ্যে কাজের আগ্রহ বাড়বে এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে।
এই দাবিগুলো দ্রুত মেনে না নিলে, তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুমিয়ারি দেন।