নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র জমে উঠেছে সকল প্যানেলের প্রচার প্রচারণা। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর থেকেই তিন প্যানেলের প্রার্থীরা তাদের প্রচারণায় নামেন।
এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ূন-আনোয়ার প্যানেলের পক্ষে প্রচারণায় নামেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন।
প্রচারণা পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামানের কড়া সমালোচনা করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সেলিম ওসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি বিএনপির নমিনেশন শিকার করার জন্য মাঠে নেমেছে। আজকে তারা আইনজীবী সমিতিতেও বিশৃঙ্খলা করতে চায়। তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেলিম ওসমানের পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, আমাদের বক্তব্য হলো যারা মেড ইন নারায়ণগঞ্জ বলেন, তারা যদি বিএনপির হয়ে থাকেন তাহলে আজ আপনারা বিএনপির প্যানেলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন কেন? আমাদের কাছে খবর আছে, আপনারা কোন কোন আইনজীবীর কাছে টেলিফোন করে ওই বিদ্রোহীদের জন্য ভোট চেয়েছেন এটা আমাদের কাছে প্রমাণ আছে। প্রয়োজনে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বলবো, তারেক রহমানের কাছে বলবো ইনশাআল্লাহ্।
জেলা আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি আরও বলেন, আমরা শুধু একটাই কথা বলতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। এ ধরনের কোন অপশক্তি আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবে না। আমরা বাইরে যেমন বলেছি যে, গত পনেরো বছর আমরা যারা মাঠে ছিলাম তাদের মধ্য থেকে নমিনেশন দিলে আমরা মেনে নেব। কিন্তু কোন বহিরাগত কোন শিল্পপতিকে আমরা মেনে নেব না। সেই শিল্পপতিরা আজ আইনজীবী সমিতিতে বিভেদ সৃষ্টি করতে চায়, বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। এটার ব্যপারে আপনারা সজাগ থাকবেন। দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।