নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির বলেছেন, বিগত ১৭ বছর আমরা এ রাজপথে কাঁটিয়েছি। আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। আজকে আমাদের মাঠের নেতা সাখাওয়াত ভাই, টিপু ভাইয়ের নামে মিথ্যা অপপ্রচার রটানো হচ্ছে। যারা এ মিথ্যা অপপ্রচার রটাচ্ছেন, তারা আওয়ামী দোসর।
শনিবার (০১ নভেম্বর) বিকালে নগরীর চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।
অপপ্রচারকারিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ার দিয়ে হাজী মনির আরও বলেন, আপনারা যদি এ অপপ্রচার বন্ধ না করেন তাহলে আমরা তীব্র প্রতিবাদ গড়ে তোলবো। রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা আপনাদের চিনি আপনারা কারা। সুতরাং সাবধান হয়ে যান। নয়তো, আপনাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
বক্তব্য শেষ নগরীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিরতণ করে সদর থানা বিএনপি। এসময় সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।