শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সবুজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

সিটি নিউজ / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কতৃক মনোনীত সবুজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে হিমালয় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সবুজ প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক এড. আব্দুস সামাদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এড. জসিম উদ্দিন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে এড. জসিম উদ্দিন সরকার বলেন, আইনজীবীদের স্লোগান হওয়া উচিত, বিচার বিভাগকে স্বাধীন ও স্বতন্ত্র করতে হবে। যে দেশের বিচার ব্যবস্থার উপর প্রশাসনের হস্তক্ষেপ থাকে সে দেশের জনগণ ন্যায়বিচার পেতে পারেনা।

যে যায় লঙ্কায় সে হয় রাবন। যারাই ক্ষমতার মসনদে বসে তারাই আইনজীবীদের কথা ভুলে যায়। এবার আইনজীবীরা, যুবকরা জেগে উঠেছে। আমাদের দাবী না মেনে নেওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবোনা। ধমকি দিয়ে কাজ হবেনা। ৩৬ জুলাই তার বড় প্রমান।

যেহেতু আমরা রক্ত দিতে শিখেছি সেহেতু ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনে আবার রক্ত দিবো। কিন্তু মানুষের ন্যায্য অধিকার থেকে পিছপা হওয়া যাবেনা।

এসময় সভাপতি প্রার্থী তাদের নির্বাচনী ইসতেহার ঘোষনা করেন। যেখানে দফা উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সহ-পরিচালক এড. শাহাদাত আলী ইমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক এড. মতিউর রহমান আকন্দ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনউদ্দীন আহমদ, মহানগরের সভাপতি মাওলানা আব্দুল জব্বার, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন।

উক্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী এড. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি এড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক প্রার্থী এড. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এড. আল-আমিন, কোষাধ্যক্ষ এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক এড. নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক এড. গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. মজিবুর রহমান, সমাজ সেবা সম্পাদক এড. নূর-ই-আলম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মাসুদুর রহমান, কার্যকরী সদস্য এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. তাওফিকুল ইসলাম, এড. সাইফুল ইসলাম সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই