সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে ব্ড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ শারদীয় শুভেচ্ছা জানান।
কৃষ্ণ বলেন, আধাঁর কেটে আলো আসুক, মানুষ মানুষকে ভালোবাসুক। শারদের ছোঁয়ায় মনের সব আধাঁর, কলুষতা দূর হোক। মায়ের কৃপায় জীবন আলোকিত হোক। শারদ শুভেচ্ছা।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশের মানুষ সকল সময়ে একে অন্যের পাশে থেকে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। এখানকার মানুষ জানে মানুষকে ভালোবাসতে আর সহমর্মী হয়ে সর্বদা কিভাবে পাশে দাঁড়াতে হয়। অতীতে এ দেশে পারিবারিক পূজা বেশি হলেও এখন বারোয়ারি দুর্গাপূজা বেশি হয়। সবাই যাতে পূজোর দিনগুলোসহ জীবনের সারাটা সময় ভালোভাবে কাটাতে পারে সেজন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জসহ সারাদেশের সকল সনাতন ধর্মালম্বীসহ শুভানুধ্যায়ীদের মঙ্গল কামনা করছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অনেক অনেক প্রীতি ও ভালোবাসা।