নারায়ণগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির বিএনপি নেতা মো: হালিম ও মো: হাজী কুতুবউদ্দিন নুন্নুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকালে পশ্চিম দেওভোগ লিচুভাগ এলাকা থেকে এ র্যালিটি বের করা হয়।
র্যালিটি পশ্চিম দেওভোগ লিচুভাগ এলাকা থেকে বের হয়ে শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মন্ডলপাড়া এলাকায় গিয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মূল র্যালিতে যোগদান করে।
র্যালিতে বিভিন্ন রং বেরংয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড শোভাপায়। এছাড়া ডাক-ঢোল ও দলীয় এবং জাতীয় পতাকা র্যালিটিকে আরও বর্ণিল করে তোলে। এছাড়া র্যালিতে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে গোটা নগরী।
র্যালিতে মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।