নারায়ণগঞ্জে প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি করেছে মহানগর মৎস্যজীবী দল। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকালে নগরীর বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুর নেতৃত্বে এ র্যালিটি বের করা হয়।
র্যালিটি বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে বের হয়ে শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মন্ডলপাড়া এলাকায় গিয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মূল র্যালিতে যোগদান করে।
এর আগে মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুর এ র্যালিকে কেন্দ্র করে মহানগর মৎস্যজীবী দলের আওতাধীন বন্দর থানাসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে সেন্ট্রাল ঘাটে জড়ো হয়। পরে সেখান থেকে ঋষিকেশ মন্ডল মিঠুর নেতৃত্বে বের করা হয় এক বিশাল র্যালি।
র্যালিতে বিভিন্ন রং বেরংয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড শোভাপায়। এছাড়া ডাক-ঢোল ও দলীয় এবং জাতীয় পতাকা র্যালিটিকে আরও বর্ণিল করে তোলে। এছাড়া র্যালিতে থাকা নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী।
এর আগে র্যালি পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে মিঠু বলেন, ষড়যন্ত্রের মধ্যদিয়ে বিএনপির পথচলা। দীর্ঘ ষোল বছর আমরা এ ষড়যন্ত্রের সাথে লড়াই করেই এ পর্যন্ত এসেছি। সুতরাং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা এসব ষড়যন্ত্রকে ভয় করি না।
তিনি বলেন, আমার নেতা নারায়ণগঞ্জের সিংহপুরুষ জাকির খানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়েছে এখনও হচ্ছে। তাকে ষড়যন্ত্র করে দীর্ঘদিন জেল হাজতে রাখা হয়েছিলো। কিন্তু শেষে সত্যের জয় ঠিকই হয়েছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমার নেতা জাকির খান যেমন খালাস পেয়েছেন এবং নারায়ণগঞ্জ বিএনপিকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে চলেছেন। ঠিক তেমনি আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন এবং ষড়যন্ত্র করে মামলার আসামী করেছেন, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন এ ষড়যন্ত্র থেকেও আমি মুক্তি পাবো। কারণ, মিথ্যা দিয়ে কখনও সত্যকে আড়াল করা যায় না। সত্য একদিন না একদিন প্রকাশ হবেই।
র্যালিতে উপস্থিত ছিলেন, বন্দর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: জলিল, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: মাস্তান আলী, যুগ্ম আহ্বায়ক মোবারক খান, সদস্য হেলাল, ফয়সাল, সাদ্দাম, মিলন, বন্দর ২৩নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো: আলী, সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, পুনাই প্রমূখ।