শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

লাভলুর নেতৃত্বে কাশীপুর ইউনিয়ন বিএনপির বিশাল শোডাউন

সিটি নিউজ / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র‌্যালি করেছে কাশিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুর ইসলাম লাভলু। বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে কাশীপুর বাংলাবাজার এলাকা থেকে এ র‌্যালিটি বের করা হয়।

র‌্যালিটি বাংলাবাজার এলাকা থেকে বের হয়ে শহরের বেশ কয়েকটি সড়কসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড প্রদক্ষিণ করে ফতুল্লার রিয়া গোপ (সাবেক খান সাহেব ওসমান আলী) স্টেডিয়ামের সামনে গিয়ে ফতুল্লা বিএনপির র‌্যালিতে যোগদান করে।

এর আগে নূর ইসলাম লাভলুর এ র‌্যালিকে কেন্দ্র করে কাশীপুর ইউনিয়ন বিএনপির আওতাধীন সকল ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে কাশীপুর বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে সেখান থেকে লাভলুর নেতৃত্বে বের করা হয় এক বিশাল র‌্যালি।

র‌্যালিতে বিভিন্ন রং বেরংয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড শোভাপায়। এছাড়া ডাক-ঢোল ও দলীয় এবং জাতীয় পতাকা র‌্যালিটিকে আরও বর্ণিল করে তোলে। এছাড়া র‌্যালিতে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত উঠে বিভিন্ন এলাকা।

এর আগে র‌্যালি পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে লাভলু বলেন, আমাদের ডায়নামিক লিডার ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে দীর্ঘ প্রায় ষোলটি বছর আমরা মাঠে ময়দানে ছিলাম। বহু হামলা আর মামলায় জর্জরিত ছিলাম। শহরে খালেদা জিয়া মুক্তি স্লোগান দিতে গিয়ে হামলা মামলায় জর্জরিত হয়েছে। তবুও আমরা দমে যাইনি। এত হামলা মামলার মধ্যেও ফের মাঠে ঝাঁপিয়ে পড়েছি। কারণ, আমরা দলকে এ জীবনের চাইতেও বেশি ভালোবাসি।

তিনি আরও বলেন, আজ দলে সুবাতাস বইছে। তাই অনেক সুখ পাখিরাও আসতে শুরু করেছে। এ সুখ পাখিদের জন্য আজ ত্যাগীরা কোনঠাসা হয়ে পড়ছে। এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের দৃষ্টি দেয়া প্রয়োজন। কারণ, ত্যাগীদের কারণেই বার বার দল আলোর মুখ দেখে। ত্যাগীরা না থাকলে দল শক্তিশালী হয় না। সুতরাং শুধুমাত্র সুখ পাখিদের নিয়ে খেলা মেলা করলে চলবে না। ত্যাগীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে কাছে টানতে হবে। তবেই দল হয়ে উঠবে লৌহকঠিন শক্তিশালী।

এ সময় উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ডালিম সিকদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হাজী মনির, ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রহমত উল্লাহ মানিক, কাশিপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল হালিম, ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রিয়াদ দেওয়ান, ফতুল্লা থানা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান মুকুল, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রেদওয়ান সিকদার, বিএনপি নেতা হাজী আসাব উদ্দিন ভূঁইয়া প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই