নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, যারা ৫ তারিখের পরে বিভিন্নভাবে অনৈতিক কাজকর্ম করেছে, চাঁদাবাজীতে লিপ্ত হয়েছে, মানুষের সম্পদ দখল করেছে, অবৈধ অন্যায় কাজ করেছে এবং যাদের দিয়ে বিএনপির ক্ষতি হয়, বিএনপির জনপ্রিয়তা হ্রাস পায় তাদেরকে দল থেকে বিদায় করতে হবে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকালে সদর থানাধীন গোগনগর ইউনিয়ন বিএনপির এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে গোগনগর ইউনিয়ন বিএনপি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে গিয়াসউদ্দিন বলেন, আসুন আমরা এমন প্রস্তুতি গ্রহণ করি আগামী দিনে যাতে আমাদের প্রিয় নেতা (তারেক রহমান) রাষ্ট্রীয় দায়িত্ব পেলে মানুষের জন্য নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালন করতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে। এ জন্য আমি আমার দলীয় নেতাকর্মীদের বলে দিতে চাই, প্রত্যেক এলাকায় ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে। ভালো মানুষের সম্মান কদর বৃদ্ধি করতে হবে। এলাকার মুরুব্বীদের যথাযথ মূল্যায়ণ করতে হবে, শ্রদ্ধা করতে হবে মসজিদের ইমাম-মোয়াজ্জেম, স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকা তারা অত্যান্ত সম্মানি ব্যক্তি। যদিও অর্থ-সম্পদে কিংবা শক্তিবলে তারা বলিয়ান না, কিন্তু তারা ভালো মানুষ। তাদের সম্মান কদর বেশি বেশি করে দিতে হবে। যাতে করে মানুষ বিএনপি থেকে ভালো কিছু পায়, বিএনপিকে নিয়ে যাতে মানুষ কোন খারাপ ধারণা না করতে পারে।
বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে নেওয়াজ (খিচুরী) বিতরণ করা হয়।
গোগনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো: মাজেদুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল ইসলাম রতন প্রমূখ।