নগরীতে বিশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর খানপুর হাসপাতালের সামনে থেকে এ মিছিলটি বের করা হয়। মিছিলে সংগঠটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।
এদিকে এ মিছিলে জমিয়ত নেতা মোহাম্মদ বাবুলের নেতৃত্বে বিশাল একটি মিছিল যোগদান করে। মিছিলে সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মিছিলটি নগরীর চাষাঢ়া এলাকা থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে খানপুর এলাকায় গিয়ে ফেরদাউসুরের মূল গণসংযোগে যোগদান করে।
মিছিল শেষে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় জমিয়ত নেতা বাবুল বলেন, মাওলানা ফেরদাউসুর রহমান অত্যান্ত ভালো মানুষ। যেহেতু বেশিরভাগ মানুষই চাচ্ছে কোন এক ইসলামী দল ক্ষমতায় আসুক। সেই ক্ষেত্রে জমিয়তে উলামায়ে ইসলাম একটি ইসলামী রাজনৈতিক সংগঠন। তাই মানুষ ইসলামী দল হিসেবে ফেরদাউসুর রহমানের মত একজন দক্ষ সংগঠককেই বেছে নিবে বলে আমরা বিশ্বাস করি।