শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে ষড়যন্ত্র হচ্ছে, ঐক্যবদ্ধ থাকতে হবে: সাখাওয়াত

সিটি নিউজ / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারের নিচ তলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল ও কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ সভা করে মহানগর বিএনপি।

সভায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের কাছে আপনাদের অনেক চাওয়া পাওয়া থাকবে কিংবা অনেক অভিযোগ থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সেগুলো শোনবো। এবং সেটা শোনে আমরা সমাধানের চেষ্টা করবো।

তিনি বলেন, আমরা কিন্তু জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি। এখানে যারা বসে আছেন, আপনারাও কিন্তু সবাই রাজপথের সৈনিক। বিগত সময়ে আপনাদের পরীক্ষা হয়ে গিয়েছে। বিগত সময়ে আপনারা আমরা সবাই কাঁধে কাধ মিলিয়ে দলের জন্য কাজ করেছি। সুতরাং আমরা সুখ দুঃখের সাথী। আমাদের মধ্যে সামান্য কারণে হোক কিংবা অন্যকোন কারণেই হোক মনমালিন্য হতে পারে। আমরা আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করবো, ইনশাআল্লাহ্।

সাখাওয়াত আরও বলেন, আমি সব সময় যুক্তিতে বিশ্বাসী। আমি যুক্তির বাইরে কোন কিছু করতে চাই না। আমি সবাই মিলেমিশে থাকতে চাই। আমাদের যে দুঃখ, এটা আমরা সবাই ভাগাভাগি করে নিতে চাই। ভবিষ্যতে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, ঐক্যবদ্ধভাবে আমরা যাতে এ দলকে নেতৃত্ব দিতে পারি এবং আমাদের দলকে ক্ষমতার বাইরে রাখার জন্য দেশী বিদেশী ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র আপনাদের আমাদের সবাইকে রুখে দিতে হবে। সুতরা আমাদের এ দলকে ক্ষমতায় না আনা পর্যন্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এছাড়া মত বিনিময় সভা থেকে জানানো হয় আগামী ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগরের সর্বস্তরের জনগণকে নিয়ে বিশাল র‌্যালি করবে মহানগর বিএনপি। সেই র‌্যালি সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে বিকেল তিনটার মধ্যে মিশন পাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারের সামনে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বানও জানানো হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন রিপন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, মহিউদ্দিন শিশির, ইকবাল হোসেন, নাসির উল্লাহ টিপু, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই