বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ফটোসাংবাদিক হাবিবের পিতার ইন্তেকাল

সিটি নিউজ / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

দৈনিক ‘উজ্জীবিত বাংলাদেশ’ পত্রিকার ফটোসাংবাদিক হাবিব খন্দকারের পিতা মো: সুরুজ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৩টা ২০মিনিটে একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার এ মৃত্যুর খবরটি নিশ্চিৎ করেন তার ছেলে হাবিব খন্দকার। পিতার মৃত্যুর খবর জানিয়ে তিনি বলেন, আব্বা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভোগছিলেন। গত এক সপ্তাহ্ ধরে তিনি একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বিকাল ৩টা ২০ মিনিটে তিনি আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। আমি আব্বার জন্য সকলের কাছে দোয়া চাই।

এদিকে বাদ এশা ফতুল্লা থানাধীন পূর্ব লামাপাড়া হাজী সাইজউদ্দিন ঈদগাহ্ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পিঠালিপুল কবরস্থানে তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই