দৈনিক ‘উজ্জীবিত বাংলাদেশ’ পত্রিকার ফটোসাংবাদিক হাবিব খন্দকারের পিতা মো: সুরুজ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৩টা ২০মিনিটে একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার এ মৃত্যুর খবরটি নিশ্চিৎ করেন তার ছেলে হাবিব খন্দকার। পিতার মৃত্যুর খবর জানিয়ে তিনি বলেন, আব্বা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভোগছিলেন। গত এক সপ্তাহ্ ধরে তিনি একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বিকাল ৩টা ২০ মিনিটে তিনি আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। আমি আব্বার জন্য সকলের কাছে দোয়া চাই।
এদিকে বাদ এশা ফতুল্লা থানাধীন পূর্ব লামাপাড়া হাজী সাইজউদ্দিন ঈদগাহ্ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পিঠালিপুল কবরস্থানে তাকে দাফন করা হবে।