প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডে ৫ অক্টোবর দুপুর ২টায় আধুনিক ফিজিওথেরাপি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউসুফ আলী চৌধুরী, সম্মানিত পরিচালক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম শিকদার ও পরিচালক জনাব মোঃ রাশেদুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর আবু খালেদ মোঃ রায়হান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ একেএম নাসির উদ্দিন (এমফিল, এমপিএইচ, এমবিবিএস অব.) এবং ডেপুটি ডিরেক্টর (হাসপাতাল) ডাঃ এস.এন. তাহমিনা করিম।
এই উন্নত ফিজিওথেরাপি সেন্টারটিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি, যা রোগীদের দ্রুত আরোগ্য লাভ, ব্যথা নিয়ন্ত্রণ এবং শারীরিক সক্ষমতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেন্টারে প্রদত্ত সেবার মধ্যে রয়েছে পেশী ও হাড় সংক্রান্ত থেরাপি, স্নায়ু রোগের থেরাপি, শিশুদের পেডিয়াট্রিক ফিজিওথেরাপি, বয়স্কদের যত্ন, কার্ডিওভাসকুলার ও শ্বাসতন্ত্র থেরাপি, ক্রীড়া ফিজিওথেরাপি, মহিলাদের গাইনোকলজিক্যাল থেরাপি, শল্যচিকিৎসার পরবর্তী যত্ন এবং মেটাবলিক থেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা।
এই সেবাগুলো রোগীদের দ্রুত আরোগ্য লাভ, ব্যথা নিয়ন্ত্রণ এবং শারীরিক সক্ষমতা পুনরুদ্ধারে সহায়ক হবে। এছাড়াও আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ চিকিৎসক ও থেরাপিস্টদের সমন্বয়ে সেন্টারটি এই অঞ্চলের ফিজিওথেরাপি সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।