বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটির জেলা ও মহানগর শাখা।
রোববার (৩১ আগস্ট) দুপুরে গণমাধ্যমে এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, নিমাই চন্দ্র দে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জন্মলগ্ন থেকে নারায়ণগঞ্জ জেলার প্রতিষ্ঠাকালীন সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। তার মত একজন দক্ষ সংগঠক হারিয়ে সত্যিই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এক অপূরনীয় ক্ষতি হলো। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি আমরা তার আত্মার শান্তি কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
এর আগে শনিবার রাত দেড়টায় তিনি পরলোক গমন করেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও ধর্মীয় সংগঠনগুলো শোক প্রকাশ করেছে।
প্রসঙ্গত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ছাড়াও প্রয়াত নিমাই চন্দ্র দে দীর্ঘদিন যাবৎ নগরখানপুর শ্রী শ্রী সিদ্ধিগোপাল আখড়ার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি প্রভাত সমাজ কল্যাণ সংস্থা, মহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান উৎসব উদযাপন পরিষদ ও নারায়ণগঞ্জ মহাশ্মশান কমিটিসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সদস্য ছিলেন।