নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ আইনজীবী রাজিব মন্ডল।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে ১০ আগস্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এ নিয়োগ আদেশের বিষয়টি জানানো হয়।
সাংবাদিকদের সাথে আলাপকালে সদ্য নিয়োগ পাওয়া অ্যাডভোকেট রাজিব মন্ডল তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আদালতের এডিশনাল পিপি হিসেবে নিয়োগ পেলাম। এ জন্য আমি আমার সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দেশের কল্যাণে আইন পেশায় নিজেকে নিয়োজিত রেখেছি এবং নতুন এই দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বদা সচেষ্ট থাকব। আমি এ জন্য সকলের দোয়া আর্শিবাদ এবং সহযোগীতা কামনা করছি।