জমকালো আয়োজনের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তর সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্র্রন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে কেক কাটা ও বিশেষ প্রার্থণা ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর শাখা। মঙ্গলবার রাতে নগরীর ১নং রেলগেট এলাকায় শীতলা ও তারা মন্দিরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্র্রন্ট মহানগর শাখার আহ্বায়ক নয়ন সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুর সঞ্চালনায় এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল ও বিশেষ অতিথি হিসেবে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রায় উপস্থিত ছিলেন।
বক্তব্যে নেতারা প্রয়াত অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও বিশিষ্ট দানবীর রনবীর রায় চৌধুরীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, প্রয়াত এ নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। তাই আজ আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রঞ্জিত দে, কোষাধ্যক্ষ মানিক দাস, সদস্য স্মৃতি পাল, দিলীপ দাস, পুশান্ত বর্মন, মিলন দাস, নারায়ণগঞ্জ জেলার জগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগর জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক জনি ভৌমিক, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব খোকন সাহা, জেলা হিন্দু মহাজোটের সহ সভাপতি ধীরেন দাস, জতিন্দ্র সাহা, প্রশান্তি অনাথালয় ও বৃদ্ধা আশ্রমের উদ্যোক্তা বাবু সত্যজিৎ পাল সাধু, বিজয় সাহা, হৃদয় বনিক, জয় সাহা, সেড়া দাস ও পুরোহিত সহ আরও অনেকে।