শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির বিশাল জয়

সিটি নিউজ / ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচনে বিএনপি সমর্থিত সভাপতি সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন প্যানেল ১৭ পদের মধ্য ১৬টি পদেই বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১২ টায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ৯টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এতে মোট ১১৭২ জন ভোটারের মধ্যে ১০৫৩ জন ভোট প্রদান করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া।

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন, সভাপতি সরকার হুমায়ূন কবির (ভোট ৬০০), সিনিয়র সহ-সভাপতি কাজী আ. গাফ্ফার (ভোট ৬৯৭), সহ-সভাপতি সাদ্দাম হোসেন (ভোট ৫৫৫) , সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান (ভোট ৭১৮), যুগ্ম সম্পাদক ওমর ফারুক নয়ন (ভোট ৬৭৫), কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান (ভোট ৬৫৫), আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা (ভোট ৭৯৭ ), লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান (ভোট ৫৯০), ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম (ভোট ৬৪৫ ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান (ভোট ৫৭২), সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল (ভোট ৬০০), আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ (ভোট ৫৮৫)।

সদস্য পদে বিজয়ী হয়েছেন, ফাতেমা আক্তার সুইটি (ভোট  ৬৯৭), দেওয়ান আশরাফুল (ভোট ৭৩৪), তেহসিন হাসান দিপু (ভোট ৫৭৪), আবু রায়হান পেয়েছেন (ভোট ৬৯৪)। এবং জামায়াত সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে আফরোজা জাহান ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে সকাল থেকে তিন প্যানেলের সমর্থনে আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক তিনটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ যুগিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে মহানগরের সকল নেতাকর্মীরা প্যান্ডেলের ভেতর চেয়ারে বসে ছিলেন। একইভাবে জামায়াতের প্যান্ডেলে জেলা ও মহানগরের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপির বিদ্রোহী প্যানেলের পক্ষেও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়া আদালতপাড়ায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন বিপুল সংখ্যক বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই