নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শ্রী শংকর কুমার দে। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ বলেন
শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতির অংশ। নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালন করে আসছে। এবারও এই ঐতিহ্য অটুট রাখতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তিনি আরো বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার সবার। আমরা বিশ্বাস করি, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় শান্তি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও সাধারণ মানুষ সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমার ব্যক্তিগতভাবে আমি আগেও যেভাবে সহযোগিতা করেছি ইনশাল্লাহ এবার চেষ্টা করব আগামী দিনের চেয়ে আরো বেশি করে আপনাদের পাশে থাকার জন্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আহ্বায়ক, জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা, অধ্যাপক মামুন মাহমুদ। আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, এড. মোঃ সাখাওত হোসেন খান।
সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু। যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল, মাসুকুল ইসলাম রাজীব। যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, ফতেহ মোঃ রেজা রিপন। কেন্দ্রীয় পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলাম, মাওলানা মঈনুদ্দিন আহমেদ। সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর, মুফতি মাসুম বিল্লাহ
কেন্দ্রীয় সদস্য ও যুগ্ম সমন্বয়ক, এনসিপি নারায়ণগঞ্জ, জনাব আহমেদুর রহমান তনু।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সভাপতি, মহাতীর্থ নাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটি, শ্রী সরোজ কুমার সাহা। উপদেষ্টা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা, শ্রী প্রবীর কুমার সাহা। সাবেক সদস্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নারায়ণগঞ্জ, পরিতোষ প্রান্ত সাহা।
সাধারণ সম্পাদক, মহাতীর্থ নাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটি, শ্রী তাপস কর্মকার।
যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, শ্রী সঞ্জীব কুমার জয়। সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর, শ্রী বিষ্ণুপদ সাহা। সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর, শ্রী সুনীল দাস। সহ-সভাপতি, তিলোত্তমা দাস। সহ-সভাপতি, রতন পোদ্দার। দপ্তর সম্পাদক, অভিরাজ সেন সজল। সহ-দপ্তর সম্পাদক, সুজন বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক, কৃষ্ণা আচার্য্য। সদস্য, আকাশ সাহা। এছাড়াও পূজা উদযাপন পরিষদের আরও বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্গোৎসবকে সফল ও শান্তিপূর্ণ করতে হলে সব ধর্ম-বর্ণ-রাজনৈতিক মতের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।