বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নয়ন তালুদার ও রুবেল গাজীর উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

সিটি নিউজ / ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে: সেলিম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্বাস্থ্য কামনা এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের সমর্থণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকী বাজার এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদ জিয়ার পরিষদের সভাপতি নয়ন তালুদার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুবেল গাজীর উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করে অ্যাডভোকেট শাহ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম ও প্রধান বক্তা হিসেবে সিনিয়র সহ সভাপতি ফরিদ আহম্মেদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সামনে নির্বাচন। আপনারা খুব সাবধানে থাকবেন। কারণ, একটি কুচক্রিমহল চায় না যে, দেশে কোন নির্বাচন হোক। কারণ, তারা জানে দেশে নির্বাচন হলে ওই ফ্যাসিস্টরা ফিরে এসে আর কোন রাজনীতি করতে পারবে না। সেজন্যই তারা নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে।

মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আপনারা কখনোই মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দিবে না। এটা আমাদের নেতা জাকির খানের কড় নির্দেশ। এসবের সাথে যুক্ত থাকলে ছাড় পাবেন না। এছাড়া তিনি নির্বাচনের আগ পর্যন্ত তার প্রজন্মদলের সমস্ত নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনাও প্রদান করেন।

প্রধান বক্তা ফরিদ আহমেদ বলেন, নারায়ণগঞ্জের বার বার কারানির্যাতিত নেতা সলিমুল্লাহ্ করিম সেলিম আজ আপনাদের দোয়া নিতে এসেছে। তিনি যেন আপনাদের সকল দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যেতে পারে এ জন্য আপনারা সবাই তাকে সমর্থন দিবেন এবং তার পাশে থাকবেন।

বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রজন্মদলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন জিল্লু, সাংগঠনিক সম্পাদক মো: আমান খান, মো: সারোয়ার করিম, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: পাপ্পু গাজী, একই ওয়ার্ডের জাসাসের সাধারণ সম্পাদক মো: সাইফুল গাজী, ছাত্রদল নেতা মো: ফাহিম, মো: দিদার, মো: সেলিম প্রমূখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই