শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নগরবাসীর স্বার্থে লাঠি হাতে মাঠে নামলেন টিপু

মিলন বিশ্বাস হৃদয় / ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

এবার নগরবাসীর স্বার্থে লাঠি হাতে মাঠে নেমেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে নগরীর বিবি রোডে দলীয় নেতাকর্মীদের নিয়ে হকার উচ্ছেদ করেন তিনি।

এদিন বিবিরোডের চাষাঢ়া থেকে শুরু করে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট এলাকা পযর্ন্ত মূল সড়ক দখল করে বসা সকল হকারদের উচ্ছেদ করতে দেখা যায় মহানগর বিএনপির অন্যতম শীর্ষ এ নেতাকে। এসময় লাঠি হাতে নিয়ে হকারদের সাবধানও করে দেন তিনি। হকারদের উদ্দেশ্য করে তিনি বলেন, মূল সড়ক দখল করে কোন হকার বসতে পারবেনা। সড়ক শুধুমাত্র যানচলাচলের জন্য। সড়কে দোকান বসিয়ে যানজট বাধিয়ে এ শহরকে কোন অবস্থাতেই অচল করা চলবেনা।

জানাগেছে, নারায়ণগঞ্জ শহরের হকার দীর্ঘদিনের একটি বড় সমস্যা। পাঁচ আগস্টের পর এ সমস্যা রীতিমত বিষফোড়ায় পরিনত হয়েছে। অপরদিকে এ সমস্যা সমাধানের জন্য বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে প্রশাসন থেকে শুরু করে সাবেক জনপ্রতিনিধিরা। তাই নগরবাসীর এমন একটি বড় সমস্যা নিয়ে মাঠে নামায় টিপুকে সাধুবাদ জানাতে দেখা গেছে নগরবাসীকে।

নগরবাসী বলছে, আমরা বহু আগে থেকেই এ সমস্যা সমাধানের জন্য রাজনীতিবিদদের হস্তক্ষেপ কামনা করেছিলাম। কিন্তু কাউকেই পাশে পাইনি। ফলে এ শহরে পায়ে হেঁটে চলার মতও একবিন্দু পরিমান জায়গা নেই। হকাররা আজ সব জায়গা দখল করে ফেলেছে। বর্তমানে তারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, তাদের সাথে কথাই বলা যায় না। প্রতিবাদ করলেই সকল হকাররা মিলে অপদস্ত করার চেষ্টা করে। সে অবস্থা থেকে টিপুর এমন সাহসী পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। আমরা চাই, টিপুর এ যাত্রাটা যেন অব্যাহত থাকে। জানি তার যাত্রাপথে অনেক বাধা-বিপত্তি থাকবে, তবুও বলবো, ‘আপনি এগিয়ে চলুন, আপনি পিছপা হবেন না। কেননা, আমরা তথা গোটা নারায়ণগঞ্জবাসী আছে আপনার সাথে।’

এদিকে হকার উচ্ছেদ শেষে অ্যাডভোকেট টিপু সাংবাদিকদের বলেন, আমি অনেকবার সড়ক দখল করে না বসার জন্য হকারদের অনুরোধ করেছি, কিন্তু তারা সেটা শুনেনি। তাই আজ বাধ্য হয়ে নগরবাসীর স্বার্থে মাঠে নেমেছে। কেননা, এ হকারদের যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কোন অবস্থাতেই এ শহরকে যানজট মুক্ত করা যাবেনা, এ শহরে শৃঙ্খলা ফেরানো যাবেনা। তাই শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও প্রশাসনকেসহ সকলের সহযোগীতাও কামনা করেছেন অ্যাডভোকেট টিপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই