নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
রোববার (০৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান তারা। তারা দুর্গাপূজার মতই আগামী দিনগুলোতে হিন্দু সম্প্রদায়ের যেকোন বিপদে আপদে জেলা প্রশাসককে পাশে থাকার আহ্বান জানান। পরে জেলা প্রশাসকও পুজায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য ঐক্য পরিষদকে ধন্যবাদ জানান।
এরপর দুপুর ১২ টার দিকে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন। এসময় তাকেও ফুলেল শুভেচ্ছা জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি হরি সাহা, সৌরভ দেউরী মহানগর সহ-সভাপতি বিপ্লব ঘোষ মনা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সহ-সাধারণ তপন চন্দ্র ধর, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক জীবন সাহা, জয়ন্ত কুমার সাহা পিংকু, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক সুজন দাস,বন্দর থানার যুব ঐক্য পরিষদ এর সভাপতি তুলশী ঘোষ ও হিরেন দাসসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ।