মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বিগত দিতে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে দুইভাবে ভাগ করেছে। তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান দাঙ্গা লাগিয়ে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিলো। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনও বাংলাদেশকে ভাগ করতে চায় নি। তারা চেয়েছিলো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানকে নিয়ে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিনত করতে। তাই আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা ম্যান্ডেট দিবেন, বাংলাদেশকে কি ঐক্যবদ্ধ রাখবেন নাকি এ দেশকে দ্বিখন্ডিত করবেন?
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে শহরের ১৩নং ওয়ার্ডে কর্মী সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট টিপু বলেন, আমাদের সাথে একটি রাজনৈতিক দল বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে। আজকে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজকে তারা মসজিদকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, অতীতে যা করছেন আওয়ামী লীগের সাথে গোপন আঁতাঁত করেছেন। তাই আপনারা ছাত্র সংগঠনের শিবির জামায়াতের অনেক নেতাকে আওয়ামী লীগ গুপ্ত হত্যা করেছে।
তিনি আরও বলেন, ২০১৩ সালের ৫ই মে, শাপলা চত্বরে আলেম ওলামাদের রক্তে রঞ্জিত করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। আপনারা যদি আওয়ামী লীগ সাথে আঁতাঁত করে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চান, তাহলে ওই আলেম ওলামাদের রক্তের সাথে জামায়াতে ইসলামী আপনারা বেঈমানী করবেন। অতএব, আগামী নির্বাচনে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য, একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ প্রতিষ্ঠা করার জন্য আপনারা ধানের শীষে ভোগ দেবেন। বিএনপিকে সংসদে পাঠিয়ে এ মাসদাইর ১৩নং ওয়ার্ডসহ আপনাদের যত সমস্যা আছে সব সমস্যাকে প্রধান্য দিয়ে সমাধানের ব্যবস্থা করবো।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে ও ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ্ মো: রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মো: মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না প্রমূখ।