ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাদবর বলেছেন, আমরা আঠারো-উনিশটি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছেন, গুম হয়েছেন। শুধু তাই নয়, আমাদেরকে লক্ষ লক্ষ মামলা দেয়া হয়েছে। তবুও আমরা পিছপা হইনি। আমরা ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, সেইভাবেই ঐক্যবদ্ধ আছি এবং অধির ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবো।
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে তিনি গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।
তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, আমি কেন্দ্রীয় নেতাদের কাছে অনুরোধ রেখে বলবো আপনারা আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনে এখানকার মাটি ও মানুষের নেতা শহিদুল ইসলাম টিটুকে মনোনয়ন দিবেন। আমরা শহিদুল ইসলাম টিটুকে এ আসনে এমপি হিসেবে দেখতে চাই। এটা শুধু আমাদের তথা বিএনপি নেতাকর্মীদেরই দাবি নয়, এটা পুরো ৪ আসনের মানুষের দাবি।
নজরুল ইসলাম মাদবরের নেতৃত্বে র্যালিটি কতুবপুর এলাকা থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড হয়ে ফতুল্লা থানা বিএনপির মূল র্যালিতে যোগদান করে।
এসময় র্যালিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।