রবিবার, ০৪ মে ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জেলা কৃষকদলের আহ্বায়ক-সদস্য সচিবের বহিস্কারের দাবিতে মিছিল সমাবেশ

রিপোটারের নাম / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ডা. শাহীন মিয়া ও সদস্য সচিব আলম মিয়াকে বহিষ্কার ও ত্যাগী নেতাদের পদায়ন করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩ মে দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা কৃষক দলের ব্যানারে এই আয়োজন করা হয়।

এসময় কৃষক দলের পদবঞ্চিত নেতাকর্মীরা সমাবেশে বলেন, আওয়ামী লীগের দোসরদের দিয়ে বাণিজ্য করে যে কমিটি দেয়া হয়েছে অবিলম্বে তা ভেঙ্গে দিতে হবে। সেই সাথে পরীক্ষিত নির্যাতিত নেতাদের পদায়ন করার দাবি জানান তারা।

বক্তব্যে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সময় আমরা তিলে তিলে কৃষক দলকে শক্তিশালী করে তুলি। কিন্তু সবশেষ জেলা কৃষক দলের কমিটি ডা. শাহিন মিয়া এবং আলমের নেতৃত্বে গঠিত হলে প্রচুর কমিটি বাণিজ্য শুরু হয়। এই ডা. শাহিন একজন ভুয়া ডাক্তার। তার কোনো ডাক্তারের সার্টিফিকেট নেই। তিনি টাকার বিনিময়ে তড়িঘড়ি করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেন। যার প্রমাণ এরই মধ্যে সবাই পেয়েছে। তাই আমরা এক সংবাদ সম্মেলন করে এই কমিটি বিলুপ্ত করার দাবি জানাই। আমি কোনো পদলোভী ব্যক্তি নই। আমি নিজের জন্য না, আমি চাই দলের নেতৃত্বে সৎ ও যোগ্য লোক আসুক।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ, সোনারগাঁ থানা কৃষক দলের সাবেক সদস্য সচিব আমির বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহবায়ক তৈয়ম আহমেদসহ অনেকে।

এ ব্যাপারে জেলা কৃষকদলের আহবায়ক ডা. শাহীন মিয়া বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা’ কৃষক দলের কমিটিতে বিশৃঙ্খলা করছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের প্রতিহত করারও ঘোষণা দেন বিএনপির সহযোগী সংগঠনটির এ নেতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই